ঢাকা: আলোকচিত্র বিষয়ক বিশেষ কর্মশালা হয়ে গেলো অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি)-তে।
শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ইনস্টিটিউটের সেমিনার অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন, পেশাদার আলোকচিত্রী হতে আগ্রহী-এমন ৫০ জন তরুণ-তরুণী।
সেমিনারে সম্ভাবনাময় ও নান্দনিক এই পেশায় নিজেদের যোগ্য করে তোলার নানা কৌশল শেখান প্রশিক্ষকরা।প্রশিক্ষণার্থীদের প্রদান করা হয় স্বীকৃতি সনদও।
ওআইপিটি’র চিফ অপারেটিং অফিসার রিবেল মনোয়ার সেমিনারে স্বাগত বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে তিনি সেমিনারের মূল বিষয়সমূহ তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের সামনে।

কিভাবে ফটোগ্রাফি করতে হয়, কারিগরী ও নান্দনিক বিষয়ের সংযোগ কিভাবে ঘটাতে হয়-এসবের আদ্যোপান্ত বর্ণনা করে বিশদ আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী হেলাল রহমান ও এল কে এম ইকবাল সোহেল।
প্রসঙ্গতঃ ওআইপিটি আলোকচিত্রীদের পেশাদারিত্বের উন্নয়নে বিভিন্ন ট্রেনিং কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করে আসছে।