 |
Workshop |
ঢাকা: শুক্রবার অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি) আয়োজিত ফটোগ্রাফি ওয়ার্কশপ সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। ওয়ার্কশপে প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
ওআইপিটির সিওও রিবেল মনোয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওয়ার্কশপ শুরু হয়। কিভাবে ফটোগ্রাফি করবেন সে বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ফটোগ্রাফার হেলাল রহমান ও এল কে এম ইকবাল সোহেল।
ফটোগ্রাফির বেসিক বিষয়গুলো নিয়ে ওয়ার্কশপে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রসঙ্গত, ওআইপিটি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করেছে।
জানুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে ফটোগ্রাফির পূর্ণাঙ্গ কোর্স। দ্বিতীয় ব্যাচ উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
বিস্তারিত:http://www.bengalinews24.com/